নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এক ব্যক্তির বাড়িতে গৃহকর্মী হিসেবে চাকরি করার কয়েক দিন পর সেই নারীর বিরুদ্ধে অর্থ ও স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। গত বছর সেপ্টেম্বর মাসে এ ঘটনা ঘটেছিল। পরে তদন্তে জড়িত প্রতিনিধি সংস্থা আসামিকে গ্রেপ্তার করেছে।
তদন্তকারীরা জানিয়েছে, আসামি নারী পেশাদার চোর চক্রের সদস্য। বিভিন্ন বাড়িতে গৃহকর্মী হিসেবে চাকরি করে সুযোগ পেয়ে চুরির ঘটনায় জড়িত রয়েছেন। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলে জানানো হয়েছে।
Tags:
চুরি