নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনের প্রেক্ষিতে ভারত চায়, নির্বাচনটি নির্ধারিত সময়ের মধ্যে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচন পদ্ধতি সেদেশের নিজস্ব ব্যাপার। ভারতের চাইতে বেশি কিছু বলার নেই।
তবে উভয় দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সুতরাং বাংলাদেশে যা ঘটবে তা ভারতকেও প্রভাবিত করবে। এ জন্য ভারত চায় নির্বাচনটি শান্তিপূর্ণ হোক। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ভারতের কোন মন্তব্য নেই বলেও জানিয়েছেন মুখপাত্র।