নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় বুধবার বিকেলে ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছেন এক শিক্ষার্থী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষার্থীটির নাম ইমন মিয়া, বয়স ১৭ বছর। স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পাশ করে কলেজে ভর্তির জন্য অপেক্ষায় আছেন তিনি। ঘটনার সময় সে বাড়ি ফিরছিলেন। পথে ছিনতাইকারীরা তাকে আক্রমণ করে মোবাইল ফোন ও অর্থ লুট করে পালিয়ে যায়। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ ঘটনা তদন্ত করছে।