No title

 


মেহেরপুরে ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত

আমিরুল ইসলাম অল্ডাম ঃ মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ্য পুত্র শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।  মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিতে¦ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের জন প্রশাসন মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার  রাফিউল আলমসহ সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। 

একইভাবে জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকাল পৌণে ১১ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির স্থলে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন  গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। এসময় মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান  ফারহানা ইয়াসমিন,যুবলীগ সেক্রেটারী  শফি কামাল পলাশসহ ভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

 এ সময় মুক্তিযোদ্ধা  কমান্ড, সন্ধানী স্কুল এন্ড কলেজসহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক প্রদান করা হয়।  

 পুষ্পস্তবক প্রদান শেষে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আালোচনা সভার আয়োজন করা হয়। 

 গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  মেহেরপুর জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম, গাংনী থানার ওসি তদন্ত  মনোজিত কুমার নন্দী,  বিশিষ্ট শিক্ষাবিদ সিরাজুল ইসলাম, এমপি মহোদয়ের বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান আতু প্রমুখ। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জেপির সভাপতি আব্দুল হালিম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক  গোলাম মোস্তফা, যুবলীগেরসেক্রেটারী শফি কামাল পলাশ, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মজিরুল হক, গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের ডিএ ডি নুরুল ইসলাম প্রমুখ।

 শহীদ শেখ কামালের স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, তিনি একজন ক্রীড়া সংগঠক  ছিলেন।  তিনি আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠা করেন। তিনি ফুটবল , ভলিবল , ক্রিকেটসহ সকল খেলায় বিশেষ পারদর্শী ছিলেন। তিনি একজন সদালাপী,নাট্য অভিনেতা সেতার, গিটার বাদক ছিলেন।সর্বোপরি তিনি মুক্তিযুদ্ধের একজন ভাল সাহসী সৈনিক ছিলেন। বক্তারা সকলেই তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।       

আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যুবলীগ, ,কৃষকলীগ , ছাত্রলীগের কর্মীরা উপস্থিত ছিলেন। গাংনীতে উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিবসটি উপলক্ষে নানা আয়োজন করে। আমিরুল ইসলাম অল্ডাম


Post a Comment

Previous Post Next Post