মেহেরপুরে ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী পালিত

 


মেহেরপুরে ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী পালিত



 স্টাফরিপোটার আমিরুল ইসলাম অল্ডাম   ঃ মেহেরপুরে  আলোচনা সভা ও দোয়া মাহফিলের  মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ ধর্মিনী  বঙ্গমাতা  শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।‘ মহীয়সী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে  মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। ২৪ জন মহিলার মাঝে সেলাই মেশিন পুরস্কার দেয়া হয়।  

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক  নাজমুল হুদা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রদান অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক  নীলা হাফিয়া, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, মেহেরপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা, নব নির্বাচিত প্যানেল মেয়র (তৃতীয়) রোকসানা কামাল রুনুসহ সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। 



একইভাবে জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল পৌণে ১১ টার সময় প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন  গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। এ সময় মুক্তিযোদ্ধা  কমান্ড, সন্ধানী স্কুল এন্ড কলেজসহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক প্রদান করা হয়।  

 গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আালোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

 গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  মেহেরপুর জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী  উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন, গাংনী থানার ওসির প্রতিনিধি  (সেকেন্ড অফিসার ) আব্দুর রাজ্জাক,  এমপি মহোদয়ের বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান আতু, জেলা জেপির সভাপতি আব্দুল হালিম প্রমুখ। 

গাংনী মহিলা বিষয়ক অধিদপ্তরের বিউটি ট্রেডের প্রশিক্ষক নার্গিস সুলতানা নির্জনার সঞ্চালনায় ফিকেশন এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগেরসেক্রেটারী শফি কামাল পলাশ, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।

 বক্তারা মহীয়সী বঙ্গমাতার জীবনী তুলে ধরেন। পরে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।       

আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যুবলীগ, ,কৃষকলীগ , ছাত্রলীগের কর্মীরা উপস্থিত ছিলেন। গাংনীতে উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করে। 





Post a Comment

Previous Post Next Post