আমিরুল ইসলাম অল্ডাম ঃ মেহেরপুরে মিথ্যা ওহয়রানিমূলক মামলা দায়ের করায় বাদীকে ৭ দিনের কারাদন্ড এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম শ্রেণির আদালত এই আদেশ প্রদান করেন।
রবিবার মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ এর আদালত এই আদেশ প্রদান করেন। উক্ত আদালতের বেঞ্চ সহকারী মোছাঃ শেফালী খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, মেহেরপুরের মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের জহিরউদ্দীনের ছেলে হিফাজউদ্দীন একটি ফৌজদারী মামলা করেছিলেন। কিন্তু বিচার শেষে আদঅরতে কাছে প্রমাণিত হয় যে, বাদীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক ফলে আদঅরত আদঅরত আসামীদের খালাস দিয়ে বাদী হিফাজউদ্দীনকে জেলা ও জরিমানা করেন। ফৌজদারী কার্যবিধির ২৫০ ধারায় মিথ্যা ও হয়রানি মূলক মামলায় বাদীকে জেল জরিমানাকরা হয়েছ্ ে।