মেহেরপুর পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে মহিলাদের ৩ দিনব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণের উদ্বোধন


মেহেরপুর পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে মহিলাদের ৩ দিনব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণের উদ্বোধন

মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের  ২য় পর্যায়ের ৩ দিনব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ শুরু হয়েছে।  

রবিবার সকালে ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) রাশিদুল ইসলাম জুমের মাধ্যমে  প্রধান অতিথি হিসাবে উপস্তিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন।   

অনুষ্ঠানে জুমের মাধ্যমে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক রাশিদুল আলম।মেহেরপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন  বোর্ড মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে  বক্তব্য রাখেন উপ পরিচালক জাকিরুল ইসলাম , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামা রিপন, সদর থানার ওসি শাহ দারা খান, উপজেলা পল্লী উননয়ন অফিসার হাসান তারিক প্রমুখ।  ৩ দিনের প্রশিক্ষণে বিভিন্ন এলাকার ৩০ জন মহিলা অংশগ্রহন করেন। 

   

আমিরুল ইসলাম অল্ডাম


Post a Comment

Previous Post Next Post