অভয়নগরের সিদ্দিপাশা ইউনিয়নে রাস্তার বেহাল দশা চরম বিপাকে জনসাধারণ

 


অভয়নগরের সিদ্দিপাশা ইউনিয়নে রাস্তার বেহাল দশা চরম বিপাকে জনসাধারণ

বি এম রাকিব হাসানঃ খুলনা বুরো

যশোর অভয়নগরের নাউলি বাজার থেকে ধূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ‍্যালয় সংলগ্ন ধূলগ্রাম খেয়াঘাট পর্যন্ত প্রায় দুই কি.মি. ব‍্যাপি রাস্তার বিভিন্ন স্থানে অসংখ্য খানা খন্দের জন‍্য চরম দূর্ভোগে পড়েছে স্থানীয় জনসাধারণ। যশোর - খুলনা মহাসড়ক, সরকারি অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, মিল কলকারখানা এবং ফুলতলা বাজারের মতো একটি বড় বাজার নদীর ঐপারে হওয়ায় এখানকার কয়েক গ্রামের হাজার হাজার মানুষ প্রতদিনই এই রাস্তা ব‍্যবহার করে খেয়াঘাট পর্যন্ত এসে ইঞ্জিন চালিত নৌকায় নদী পাড় হয়ে থাকে। বর্তমানে রাস্তাটির বিভিন্ন স্থানে খানা খন্দের সৃষ্টির ফলে জনগণকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সামান‍্য বৃষ্টি হলে এসব স্থানে পানি জমার দরুন জনসাধারণের চলাচল করা কষ্ট সাধ‍্য হয়ে পড়ে। সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে বয়স্ক ও ছোট স্কুল পড়ুয়া বাচ্চাদের। কারণ খেয়াঘাটের উপরেই একটি সরকারি প্রাথমিক বিদ‍্যালয় থাকার কারণে শতশত ছোট কোমলমতি বাচ্চারা স্কুলে আসা যাওয়া করে এই রাস্তা দিয়ে। রাস্তাটির এরকম বেহাল দশার জন‍্য প্রায়ই ছোটখাটো দূর্ঘটনার কথা শোনা যায়। নছিমন, করিমন, থ্রিহুইলার অটো সহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে এই রাস্তায়। তাছাড়া এই অঞ্চলের উৎপাদিত খাদ‍্যশস‍্য, মাছ, পশুপাখি আনা নেওয়া করা হয় এখান থেকেই বলে স্থানীয়দের নিকট অতি গুরুত্বপূর্ণ সড়ক এটি। যেহেতু সামনে বর্ষাকাল তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিদ্রুত রাস্তাটি সংস্কার না করলে বর্ষাকালে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে উঠতে পারে বলে ধারণা স্থানীয়দের।


Post a Comment

Previous Post Next Post