মেহেরপুরের গাংনীতে রাজাকারপুত্র খোকনের অনিয়ম দুর্নীতি ও জেলার শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশালীন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

 




মেহেরপুরের গাংনীতে রাজাকারপুত্র খোকনের অনিয়ম দুর্নীতি ও জেলার শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশালীন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

আমিরুল ইসলাম অল্ডাম  ঃ মেহেরপুরের গাংনীতে রাজাকার আব্দুল গনি  বিশ্বাসের পুত্র সাহিদুজ্জামান খোকনের অনিয়ম,দুর্নীতি ও জেলার শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশালীন বক্তব্য ও নানা অপকর্মের প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সন্ধ্যা ৭ টার দিকে গাংনী বাসস্ট্যান্ড শহীদ রেজাউর চত্বরে অনুষ্ঠিত এ  বিক্ষোভ সমাবেশের আয়োজন করে  গাংনী  এলাকাবাসী (আওয়ামী লীগ সমর্থক)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম মাষ্টার। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন , মেহেরপুর-২ গংনী আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাবেক সম্পাদক গোলাম মোস্তফা, গাংনী পৌর আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, সেক্রেটারী আনারুল ইসলাম বাবু, গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আসিফ ইকবাল অনিক, ইমরান হাবিবসহ  উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

উল্লেখ্য গত শনিবার বিকেলে বাসস্ট্যান্ডের একই মঞ্চে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এমপি খোকন জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতা বিশেষ করে জেলা আওয়ামীলীগের সেক্রেটারী এম এ খালেকের বিরুদ্ধে অশালীন বক্তব্য রাখেন।  


আমিরুল ইসলাম অল্ডাম

মেহেরপুর


Post a Comment

Previous Post Next Post