মেহেরপুরে নবীজিকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সমাবেশ
মেহেরপুর জেলা প্রতিনিধি : হযরত মুহাম্মদ (সঃ) ও হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে অশালীন মন্তব্য এবং কটুক্তির প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা গাংনী উপজেলা শহরের বাস¯ট্যান্ড এলাকায় মিছিল ও সমাবেশের আয়োজন করে স্থানীয় তাওহীদি জনতা।
এসময় মুসলিম স¤প্রদায়ের ৩ হাজারের বেশী মুসলিম জনতা অংশগ্রহণ করেন।
এছাড়াও বিভিন্ন মসজিদের মুসল্লিরা মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুরাদ আলী, ইটভাটা ব্যবসায়ি হাজী মহাম্মদ মহসিন আলী,গাংনী বাজার দারুচ্ছালাম জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওলানা রুহুল আমীন, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, বিশিষ্ট ব্যবসায়ি হাজী মুহাম্মদ আলফাজ উদ্দীন, ব্যবসায়ি মকবুল হোসেন মেঘলাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গাংনী উপজেলা জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মহাম্মদ ইলিয়াস হোসেন।
সমাবেশে বক্তারা বলেন,যারা ইসলাম ধর্ম নিয়ে নানা ভাবে ষড়যন্ত্র করছে, উস্কানীমূলক বক্তব্য দিচ্ছেন। তাদেরকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে। নইলে সমুচিত জবাব দেয়া হবে। মুসলিম স¤প্রদায় তাদের প্রতিহত করতে সব সময় প্রস্তুত।