মুজিবনগরে শিশু ধর্ষণের অভিযোগে কিশোরের নামে মামলা
মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে সাড়ে ৩ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের অভিযোগে এক কিশোরের নামে মামলা করেছেন ধর্ষিতা শিশুটির পরিবার।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে মুজিবনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) ধারায় ধর্ষিতার মা শিউলী বেগম বাদি হয়ে মামলা দায়ের করেন। যার মামলা নং-১।
মামলার বিবরণে জানা গেছে,গত বুধবার সকাল ১১ টার দিকে শিবপুর গ্রামের সাড়ে ৩ বছর বয়সী শিশু কন্যাকে মোবাইলফোনে গেম খেলার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী রিয়াজ আলী শেখের ১৪ বছর বয়সী ছেলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের যন্ত্রণা নিয়ে শিশু কন্যাটি বাড়িতে চলে আসে। এবং যৌনাঙ্গে ব্যাথার বিষয়টি তার মায়ের কাছে বলে। পরে বিষয়টি ওই মহল্লায় জানাজানি হলে ধর্ষক পালিয়ে যায়।
মুজিবনগর থানা সূত্র জানায় বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।