মেহেরপুরে চুরি হওয়া স্কুলের বেঞ্চের কাঠ উদ্ধার ঃ শিক্ষকের ভাই আটক

 


                               মেহেরপুরে চুরি হওয়া স্কুলের বেঞ্চের কাঠ উদ্ধার  ঃ শিক্ষকের ভাই আটক

মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনী উপজেলার (ভরাট-তেরাইল-দুর্লভপুর) বিটিডি মাধ্যমিক বিদ্যালয়ের চুরি হওয়া বেঞ্চের কাঠ ও হাতুড়ি উদ্ধার করেছে বামন্দী ক্যাম্পের পুলিশ সদস্যরা।

বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে বামন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরীফ হাবিবুর রহমানের নেতৃত্বে এএসআই শরিফুল ইসলাম ও এএসআই বিপ্লব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উত্তর ভরাট গ্রামের পূর্বপাড়ার আজমাইন হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানে চুরি হওয়া বেঞ্চের কাঠ আজমাইনের বাড়ি থেকে উদ্ধার করা হয়। চুরির সাথে জড়িত থাকার অভিযোগে ওই বিদ্যালয়ের এক সহকারি শিক্ষকের ছোট ভাই আজমাইনকে আটক করা হয়। আটককৃত আজমাইন ওই গ্রামের ইমরান হোসেনের ছেলে। 

বামন্দী পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে বিটিডি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষের ছাউনীর টিন কেটে ভিতরে প্রবেশ করে ১৬টি বেঞ্চের উপরের কাঠ (তক্তা) চুরি করে চোরচক্র । গোপন সংবাদের ভিত্তিতে আজমাইনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে চুরি হওয়া মালামালসহ তাকে আটক করা হয়েছে। 

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক অভিন্ন তথ্য দিয়ে জানান,তদন্ত সাপেক্ষে আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





Post a Comment

Previous Post Next Post