গাংনী উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষনা করার লক্ষ্যে কার্যক্রম গ্রহণে অবহিতকরণ সভা

 


স্টাফরিপোটার  ঃ গাংনী উপজেলাকে ভূমিহীন –গৃহহীনমুক্ত ঘোষনা করার লক্ষ্যে কার্যক্রম গ্রহনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার সময় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের মতামত যাচাইয়ের লক্ষ্যে সভাা আয়োজন করা হয়। 

গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত  অবহিতকরণ সভায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এম এ খালেক,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম,পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,এমপি মহোদয়ের বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান আতু, মেহেরপুর জেলা জেপির সভাপতি আব্দুল হালিম, উপজেলা কৃষি অফিসার কাজী মুনসুর আলী খান প্রমুখ্ । 

শুরুতেই  ভুমিহীন-গৃহহীনদের গৃহ নির্মাণের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন,গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। 


‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ মাননীয় প্রধান মন্ত্রীর  এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন-গৃহহীনকে (ক-শ্রেণি)পরিবারকে দুই শতক জমিসহ গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। সারাদেশে ভুমিহীন-গৃহহীন পরিবারের হালনাগাদ তথ্য এবং জেলা সমূহের পরিকল্পনা অনুযায়ী দেখা গেছে কোন উপজেলায় চলমান তৃতীয় পর্যায়ে বরাদ্দ গৃহ নির্মাণের মাধ্যমে পূনর্বাসনের পর ক’ শ্রেণির পরিবারের সংখ্যা শূণ্য হয়ে যায়। তাই এ সকল উপজেলায় হালনাগাদ হিসাবমতে সকল ভূমিহীন-গৃহহীন পরিবারের পুণর্বাসন প্রক্রিয়া যাচাই এবং উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষনা করার লক্ষে কার্যক্রম গ্রহন করা হয়েছে। এছাড়াও যাদের জমি নেই তাদের জমি ক্রয করে গৃহ নির্মাণ করে দেয়া হবে।তিনি আরও বলৈন, গাংনী উপজেলায় ১ম পর্যায়ে ১৭ টি ২য় পর্যায়ে ৪২ টি গৃহের নির্মাণ কাজ শেষ পর্যায়ে এবং ৩য় পর্যায়ে ৩৯ টি গৃহ নিমার্ণের কাজ চলমান। আগামী ২৬ এপ্রিল মাননীয় প্রধান মন্ত্রী যে সকল গৃহনির্মাাণ ৫০ শতাংশ শেষ হবে সেগুলিরও তিনি আনুষ্ঠানিকভাবে  চাবি হস্তাস্তর করবেন। 

সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, ্ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ,মহিলা মেম্বর, পৌর কাউন্সিলরবৃন্দ , সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।      

 



Post a Comment

Previous Post Next Post