গাংনীতে ভ্রাম্যমান আদালতে ৬ ঔষধ ব্যবসায়ীর জরিমানা


মেহেরপুর জেলা প্রতিনিধি  ঃ মেহেরপুরের গাংনীতে মেয়াদোত্তীর্ণ ও লাইসেন্স নবায়ন না করায় উপজেলার গাংনী,হেমায়েতপুর ও রায়পুর বাজারে অভিযান চালিয়ে ৬ ঔষধ ব্যবসায়ীদের জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে গাংনী  হাসপাতাল বাজারের মোহনা মেডিকেল ষ্টোরে অভিযান চালিয়ে স্বত্ত¡াধিকারী মহিবুল ইসলামকে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ২ হাজার ৫ শ.টাকা, হিমেল ফার্মেসীর মালিক নজরুল ইসলামের ১ হাজার  ৫ শ’ টাকা, তুরিন ফার্মেসীর স্বত্ত¡াধিকারী  গোলাম মোস্তফার ৫ শ’ টাকা,   হেমায়েতপুর বাজারের হেলাল ফার্মেসীর  মালিককে ৫ হাজার টাকা,  ডা. সামসুল আলম ফার্মেসীর মালিককে ১ হাজার টাকা ও রায়পুর বাজারের রনি ড্রাগ হাউজের স্বত্ত¡াধিকারী সমসের আলীর ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট  নাজমুল আলম। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ঔষধ প্রশাসন, মেহেরপুরের সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুব এর সহযোগিতায় মেয়াদোত্তীর্ণ ঔষধ ও লাইসেন্স নবায়ন না করার অপরাধে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমান আদালতে সার্বিক সহযোগিতা করে মেহেরপুর ঔষধ প্রশাসনের কর্মকর্তা ও গাংনী থানার পুলিশ সদস্যবৃন্দ।


        



Post a Comment

Previous Post Next Post