গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা সমাজসেবা কার্যালয় মেহেরপুর এর সরকারি গাড়ির অপব্যবহার

পেলেন

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা সমাজসেবা কার্যালয় মেহেরপুর এর সরকারি গাড়ির অপব্যবহার

সরকারি গাড়ির অপব্যবহার করা ও ব্যক্তিগত কাজে ব্যবহার না করতে মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। অথচ মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল কাদের তার ব্যক্তিগত কাজেই বেশিরভাগ সময় ব্যবহার করছেন সরকারি গাড়ি। এতে একদিকে যেমন জ্বালানি তেল বেশি যাচ্ছে সরকারি কোষাগার থেকে। তেমনি ভাবমূর্তি নষ্ট হচ্ছে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের। চলতি বছরের ১২ মে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হিসেবে যোগদান করেন।

তার পর থেকে সরকারি গাড়ি তার নিজ বারি পাবনা জেলায়, প্রতি বৃহসপ্রতিবার অফিসের সরকারি গাড়ি যার নং ডাকা মেট্রো –ঠ-১৩—৩৩৩৮ প্রায়ভেট ড্রাইভার রেখে গাড়িতার নিজ বাড়ি নিয়ে চলেযায় এ তিনদিন তার পারিবারিক কাজে সরকারি গাড়ি ব্যবহার করেন , এবং সরকারি জ্বালানি তেল ব্যবহার করেন, রবিবার বিকেলে অফিসে আসেন ।সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এখন সমালোনার মুখে পড়েছে। সচেতন মহল মনে করছেন আইন প্রয়োগ কারি সংস্থার এবিষয়ে নজর দেবেন।আমাদের অনুসন্ধানি রিপোটার যা পেলেন। চলবে

 

Post a Comment

Previous Post Next Post