কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলার দায় নিলো আইএস নিহত বেড়ে ২৫

kaul

Kbdnews ডেস্ক:   বইমেলা উদ্বোধনের দিনে আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৪০ জন। সোমবার স্থানীয় সময় সকালে শিক্ষার্থীরা যখন বইমেলার উদ্বোধনের জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক তখন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে তিন বন্দুকধারী। এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে তারা। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছোয় সেনা। প্রায় পাঁচ ঘণ্টা ধরে যুদ্ধ চলে দুই পক্ষের। শেষ পর্যন্ত তিন বন্দুকধারীর মৃত্যু হয়।

kaul
এদিকে রয়টার্স জানায়, আইএসের মুখপত্র আমাক নিউজ এজেন্সির হামলার দায় স্বীকার করা হয়েছে। অন্যদিকে তালেবানের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয় তারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। দীর্ঘদিন পর চলতি বছরে শান্তিতে ফেরার স্বপ্ন দেখেছিল আফগানরা। চলতি বছর দেশটি থেকে মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহারের জন্য শান্তিচুক্তি হয়েছে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে। সমপ্রতি কাতারে আফগান সরকার ও তালেবানদের মধ্যে শান্তিচুক্তি নিয়েও আলোচনা হয়েছিল।

Post a Comment

Previous Post Next Post