যুক্তরাষ্ট্রে নির্বাচনকে সামনে রেখে : হোয়াইট হাউস ঘিরে নিরাপত্তা বলয়,

যুক্তরাষ্ট্রে নির্বাচন

হোয়াইট হাউস ঘিরে নিরাপত্তা বলয়। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক : সিএনএন সূত্রে জানা যায়, ডিসি মেট্রোপলিটন পুলিশ এই নির্বাচন পরবর্তী যাতে নাগরিকদের মধ্যে কোন ধরনের অস্থিরতা তৈরি না হয় তার জন্য পুরো প্রস্তুতি গ্রহণ করেছে। ওয়াশিংটন ডিসির পুলিশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্যাট্রিক বার্ক সিএনএনকে বলেন, নির্বাচনকে ঘিরে রাজধানীজুড়ে কয়েক স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। সেই সঙ্গে যদি ৪ নভেম্বর পর্যন্ত কোনও স্পষ্ট বিজয়ী না পাওয়া যায় তবে রাজধানী জুড়ে আরো আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।

যুক্তরাষ্ট্রে নির্বাচন

এনবিসি নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, এই সুরক্ষাবলয়ে ২৫০ জন জাতীয় গার্ডম্যানকে সারাক্ষণ দায়িত্বরত রাখা হবে। সাম্প্রতিক ইউগোভের এক জরিপে জানা যায়, নির্বাচন পরবর্তী রিপাবলিকান ও ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে সহিংসতা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post