গাংনীতে স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা

শিশু সহিংসতার শিকার

আমিরুল ইসলাম অল্ডাম :  গাংনী উপজেলার সাহারবাটী গ্রামে স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে সেলিম রেজা নামের এক যুবকের নামে মামলা হয়েছে। অভিযুক্ত সেলিম রেজা সাহারবাটী গ্রামের হোসেন আলীর ছেলে ও স্থানীয় বাজারের একজন লেদ মিস্ত্রী। যৌন নির্যাতনের শিকার ওই ছাত্রী সাহারবাটী গ্রামের বাসিন্দা ও স্থানীয়

একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
গতকাল বৃহস্পতিবার ওই ছাত্রীর মা বাদি হয়ে অভিযুক্ত সেলিম রেজার নামে গাংনী থানায় একটি মামলা করেছেন।
যৌন নির্যাতনের শিকার ওই ছাত্রীর বাবা জানান আমার মেয়ে গত সোমবার দিবাগত রাতে ঘরে ঘুমিয়ে ছিল। গভীর রাতে সেলিম রেজা কৌশলে ওই ঘরের মধ্যে প্রবেশ করে আমার মেয়েকে যৌন নির্যাতন করে। এসময় সে চিৎকার দিলে,সেলিম পালিয়ে যায়।
এদিকে এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে বৃহস্পতিবার গাংনী থানায় যৌন নির্যাতনের অভিযোগে সেলিম রেজার নামে একটি মামলা করেছেন। মামলা নং-২।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান জানান যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেলিম রেজাকে আটক করতে পুলিশ মাঠে নেমেছে। এদিকে যৌন নির্যাতনের শিকার ছাত্রীকে মেডিকেল করার প্রক্রিয়া চলছে।

 

Post a Comment

Previous Post Next Post