সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ফের ইলিশ ধরা শুরু

elis

স্টাফ রিপোর্টার  : প্রজনন মৌসুমের কারণে ইলিশ মাছ ধরা ও বিক্রিতে সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গতকাল বৃহস্পতিবার থেকে ইলিশ ধরা, বিক্রয় ও পরিবহন আবার শুরু হয়েছে। প্রজনন মৌসুম হওয়ায় গত ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে সরকার। তবে সরকারের এ নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, চাঁদপুরসহ বেশ কয়েকটি জেলায় ইলিশ শিকারের অপরাধে কয়েকশ জেলেকে  দ-ন্ড  দেওয়া হয়। জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে

ইলিশ

জানা গেছে, চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করায় ১৯৩ জেলেকে শাস্তি ও জরিমানা করা হয়েছে। সদর, মতলব উত্তর ও হাইমচর উপজেলায় ১০২টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন ৬.৬৭ মেট্রিক টন ইলিশ মাছ জব্দ করা হয়, যা পরে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছিল। এ সময়কালে ২.৩ কোটি টাকা মূল্যের এক লাখ ১৬ হাজার মিটার কারেন্ট জালও জব্দ করা হয়েছে। এ ছাড়া মোট ২১১টি মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post