প্রতীকি ছবি
(চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার গভীর রাতে উপজেলার ছোট কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব সূত্রে জানা গেছে, এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ দুটি অস্ত্র, ১২ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় প্রাথমিকভাবে পাওয়া যায়নি।