মেহেরপুর প্রতিনিধি (০৯/১০/১৯) ঃ বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদে আজ বুধবার মেহেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিশু সংগঠন অংকুরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেন শিক্ষার্থীরা। মানববন্ধনে নেতৃত্ব দেন অংকুরসংগঠনের সভাপতি নাছিম রানা বাঁধন। উপসি’ত ছিলেন শিশু সংগঠন এনসিটিএফ’র সভাপতি এস.এম মেহরাব হোসেন, স্কুল ছাত্র সাইমুল ইসলাম সৈকতসহ জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় তারা বলেন- একটি ফেসবুক স্ট্যাসের জন্য নির্মমভাবে আবরারকে হত্যা করা হয়েছে। এখন কেউ নিরাপদ নয়। অবিলম্বে এ হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তীর দাবি জানান তারা। যাতে দেশে এ ধরনের হত্যাকান্ড আর ২য়বার সংগঠিত না হয়।