কুষ্টিয়ায় ৭টি স্বর্ণের বারসহ যুবক আটক

স্বর্ণের বারসহ যুবক আটক

৭টি স্বর্ণের বারসহ আটক রিপন

কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ:  কুষ্টিয়ায় জে আর পরিবহনের একটি বাস থেকে রিপন (২৯) নামে এক যুবকের দেহ তল্লাশি করে ৭টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় ওই যুবককে আটক করেছে কুষ্টিয়া-(৪৭) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
গতকার বুধবার ভোর ৫টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রিপন টাঙ্গাইলের মির্জাপুর এলাকার খোরশেদ আলমের ছেলে।
বিজিবি-৪৭ কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক মো. রফিকুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জে আর পরিবহনে করে ৭টি স্বর্ণের বার মেহেরপুরে পাচার হবে তাদের কাছে এমন গোপন খবর আসে। এ খবরের ভিত্তিতে বাস থামিয়ে সন্দেহভাজন রিপন নামে ওই যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭টি স্বর্ণের বার জব্দ করা হয়। আটক যুবকের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা দায়ের প্রস’তি চলছে।

কুষ্টিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

 

কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ  :কুষ্টিয়ায় ট্রাকচাপায় পারভেজ (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গত মঙ্গলবার রাতে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ সদর উপজেলার জুগিয়া এলাকার হাফিজুর রহমানের ছেলে।
কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, সন্ধ্যায় জুগিয়া এলাকা থেকে মোটরসাইকেলযোগে ভেড়ামারা যাচ্ছিলেন পারভেজ। পথিমধ্যে তালবাড়িয়া নামক স’ানে পৌঁছালে পেছন দিক থেকে আসা ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে পারভেজ ঘটনাস’লেই মারা যান।
ঘটনার পর পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান তিনি।

 

Post a Comment

Previous Post Next Post