মেহেরপুর শহরে ডিবির অভিযানে অনুমোদনহীন যৌন উত্তেজক সিরাপ তৈরির কারখানা অবিষ্কার

asp
atok
স্টাফরিপোটার  (২১/১০/১৯) ঃ  মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় বাবুর বাড়িতে অভিযান চালিয়ে অনুমোদনহীন যৌন উত্তেজক সিরাপ তৈরির কারখানার সন্ধান পেয়েছে ডিবি পুলিশ। এ সময় সেখান থেকে সিরাপ, খালি বোতল ও সিরাপ তৈরির বিভিন্ন উপকরনসহ সরঞ্জামও জব্দ করা হয়। এর সাথে জড়িত সোহেল রানা নামের এক যুবককে আটক করা হয়।

asp kagoj atok

রোববার রাতে এ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের সদস্যরা। সিলগালা করে দেওয়া হয় ভবনটি।

asp madok atok

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গত শনিবার সোহেল রানার বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে ২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সেই অভিযানের অংশ হিসেবে রোববার রাতে শহরের মল্লিকপাড়ায় লিচু বাগানের পাশে

 

atokএকটি তিনতলা বাড়িতে অভিযান

jono

চালানো হয়। সেখান থেকে অনুমোদনহীন যৌন উত্তেজক সিরাপ, খালি বোতল ও সিরাপ তৈরির সরাঞ্জম উদ্ধার করা হয়। পরে সিলগালা করে দেওয়া হয় পুরো ভবনটি।

Post a Comment

Previous Post Next Post