মিয়া পারভেজ আলম মোল্লাহাট প্রতিনিধি ঃ “মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ শ্লোগানালোকে মোল্লাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ বিভিন্ন কর্মসূচিতে উদযাপন শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় বর্ণাঢ্য এক র্যালি গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে শুরুর স’ল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। পরে পরিষদের দীঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি কালিপদ বিশ্বাস, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল ও ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন।
এছাড়া বক্তব্যদেন ও উপসি’ত ছিলেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সফল কৃষক আঃ হামিদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান, নিবয়াচন কর্মকর্তা প্রবীর কুমার মল্লিক, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, পরিসংখ্যান কর্মকর্তা সুশান্ত কুমার মহন্ত ও সাংবাদিক মোঃ মনিরুজ্জামান মোল্লা প্রমূখ।।