গাংনীতে জাতীয় মতস্য সপ্তাহ-’১৯ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

Fish Meet pic-1
স্টাফরিপোটার  ঃ ‘মাছ চাষে গড়বো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’এবারের প্রতিপাদ্য বিষয় নিয়ে,বর্ণাঢ্য সড়ক র‌্যালী, উদ্বোধনী অনুষ্ঠান,আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্যে দিয়ে গাংনীতে মৎস্য সপ্তাহ’-২০১৯ পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১০ টার সময় জাতীয় মৎস্য সপ্তাহ-’১৯ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেকের নেতৃত্বে বর্ণাঢ্য সড়ক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় পূর্বের জায়গায় এসে শেষ হয়। বর্ণাঢ্য র‌্যালি শেষে মাছের পোনা অবমুক্ত করেছে গাংনী উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠিত হয়। ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুনীল অর্থনীতির অগ্রগতি’এ শ্লোগান নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুখময় সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি এমপি মহোদয়ের প্রতিনিধি হিসেবে উপসি’ত ছিলেন, গাংনী উপজেলা আ.লীগের সহ সভাপতি ও বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপসি’ত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।

গাংনীতে জাতীয় মতস্য সপ্তাহ-’১৯

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, গাংনী উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মীর মোঃ জাকির হোসেন।
এসময় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, গাংনী পৌর সভার মেয়র আশরাফুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ইকবাল শরীফ,বিশিষ্ট শিক্ষাবিদ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, আ.লীগ নেতা মনিরুজ্জামান আতু, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাসার, উপজেলা সমবায় অফিসার মিলন কুমার দাশ প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,পিএসকেএসের মৎস্য অফিসার মোজাম্মেল হক, মৎস্য সম্প্রসারণ কর্মী শেফালী নাসরিন ষোলটাকা গ্রামের মৎস্য চাষী শিক্ষক আনিসুর রহমান,শানঘাটের মজিরুল ইসলাম ও জোড়পুকুরিয়া গ্রামের মফিজুর রহমান ,গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম সহ উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী।
সভায় গাংনী উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষী ও মৎস্যজীবিরা উপস্থি’ত ছিলেন।

 

Post a Comment

Previous Post Next Post