কৃষকদের কাছ থেকে ধান কিনলেন নাটোরের জেলা প্রশাসক

 

কৃষকদের কাছ থেকে ধান

ধান ক্রয় শুরু করেছেন নাটোরের জেলা প্রশাসক। ছবি: Kbdnews

কৃষকদের ধানের নায্য দাম দিতে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় শুরু করেছেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহিরিয়াজ।

প্রথমদিনে এখান থেকে ৯৬ মেট্রিক টন ধান কেনা হয়। কৃষি বিভাগ ধানের গুনগত মানের প্রত্যায়ন দিলেই কৃষকদের কাছ থেকে কেনা হচ্ছে ধান। বর্তমান বাজারে ৫ থেকে ৬ শ টাকা মণ বিক্রি হলেও সরকার নির্ধারিত ১ হাজার ৪০ টাকা মণে ধান বিক্রি করে খুশী কৃষকরা।জেলা প্রশাসক শাহরিয়াজ জানান, মধ্যসত্ত্বভোগীরা যাতে সুবিধা গ্রহণ না করতে পারে সে জন্য কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হচ্ছে। তবে উত্পাদনের চেয়ে কেনার লক্ষ্য মাত্রা খুবই কম। তাই কেনার লক্ষ্য বৃদ্ধির জন্য তিনি সরকারের কাছে আবেদন করবেন বলে জানান।

চলতি মৌসুমে নাটোর জেলায় ৬১ হাজার ৪৩৫ হেক্টর জমিতে আবাদ হয়ে ৩ লাখ ৭৫ হাজার মেট্রিক টন ধান উত্পাদন হয়েছে। আর সরকারীভাবে নাটোর জেলায় ২ হাজার ১১৫ মেট্রিক টন ধান এবং ১৪ হাজার ২০৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।

Post a Comment

Previous Post Next Post