উন্নত জাতের পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে

লাল তীর হাইব্রীড উন্নত জাতের পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার

সকালে মেহেরপুর সদর উপজেলার তেরঘোরিয়া গ্রামে লালতীর হাইব্রীড বীজ উৎপাদন কারী কোম্পানী এ মাঠ দিবসের আয়োজন করে। মাঠ দিবসে লাল তীর হাইব্রীড উন্নত জাতের পেঁয়াজ উৎপাদন ও পেঁয়াজের গুণগত মান নিয়ে প্রধান অলোচক হিসেবে বক্তব্য রাখেন লালতীর বীজ কোম্পানীর রাজশাহী ডিভিশনাল ম্যানেজার কামরুল হাসান। তেরঘোরিয়া গ্রামের সফল পেঁয়াজ চাষি তামশেদ আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লালতীর বীজ কোম্পানীর মেহেরপুর জোনের প্রোডাক্‌শন ম্যানেজার কৃষিবিদ মোঃ মজিবুর রহমান,আর এম মোঃ আবুল হোসেন,উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ জাকারিয়া পারভেজ, মেহেরপুর জেলার লাল তীর বীজ কোম্পানীর ডিলার ও রউফ বীজ ভান্ডারের সত্বাধিকারী আল মাসুদ প্রমুখ। লাল তীর হাইব্রীড উন্নত জাতের পেঁয়াজ চাষ করে লাভবান কৃষক তানসেন আলীকে পুরুস্কৃত করা হয়। মাঠ দিবসে তেরঘোরিয়া গ্রামের শতাধিক কৃষক এসময় উপসি’ত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post