মোঃ নাইমুর রহমান : অজ সকাল ৮ থেকে ৯টার মধ্যে মেহেরপুরে শিলা-বৃষ্টিতে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি I জেলার মুজিবনগর উপজেলার যতারপুর, মোনাখালী, দারিয়াপুর ও বিশ্বনাথপুর, সদর উপজেলার আমদহ, চকশ্যামনগর, কোলা ও পিরোজপুর এবং গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ও বামুন্দি এলাকায় ব্যাপক শিলা-বৃষ্টি হয়েছে বলে এলাকার কৃষকরা জানিয়েছেন।