কুমিল্লায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু

বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা প্রতিনিধি:  কুমিল্লার চৌদ্দগ্রামে নেশাগ্রস্ত পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু হয়েছে। নিহতের নাম আবদুস সাত্তার প্রকাশ মাইনু মিয়া (৬২) আজ  রোববার সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক ছেলে ফরহাদ হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে রেখেছে।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক তদন্ত শুভ রঞ্জন চাকমা বলেন, পারিবারিক বিরোধ নিয়ে কথা কাটাকাটির জের ধরে রোববার সকালে নেশাগ্রস্ত ছেলে স্বাস্থ্য সহকারী ফরহাদ হোসেন তার পিতা আবদুস সাত্তার মাইনু মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মাইনু মিয়ার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ছেলে ফরহাদ হোসেনকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ সুরতাল রিপোর্ট শেষে লাশটি উদ্ধার ও ঘাতক ছেলে ফরহাদকে আটক করে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে আরো বলেন, দীর্ঘদিন ধরে ফরহাদ হোসেন মাদকাসক্ত হয়ে পরিবারের সদস্যদের উপর অত্যাচার করছিল। কয়েকমাস আগে তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসাও দেয়া হয়েছে। মাঝে মাঝে সে উল্টোপাল্টা কাজ করে থাকে।

Post a Comment

Previous Post Next Post