: নিহত বানেরা খাতুন
কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাদকাসক্ত ছেলে জুয়েলের কোদালের আঘাতে মা বানেরা খাতুনের (৪৫) মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের আংদিয়া গ্রামে নির্মম এ হত্যার ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ছেলেকে আটক করেছে।
পুলিশ জানায়, ওই গ্রামের আজিজুল হকের মাদক সেবী ছেলে জুয়েল তার মা বানেরা খাতুনের কাছে টাকা চায়। মা টাকা দিতে রাজি না হওয়ায় জুয়েল ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা মাটি কাটা কোদাল দিয়ে মা বানেরা খাতুনকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। খবর পেয়ে পিপুলবাড়িয়া ক্যাম্পের পুলিশ ঘটনাস’লে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ছেলে জুয়েলকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদারা খান বলেন, মাদকাসক্ত ছেলে টাকা চেয়ে না পাওয়ার কারণে মা বানেরা খাতুনকে কুপিয়ে হত্যা করেছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।