কুষ্টিয়ায় বিশেষ অভিযানে ৬৪ জন গ্রেফতার, ৩১ বোমা উদ্ধার

 
কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ  : কুষ্টিয়ার বিভিন্ন স’ানে অভিযান চালিয়ে বোমা ও মাদকদ্রব্য উদ্ধার এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের দাবি অভিযানে ২৬টি ককটেল, ৫টি পেট্রোল বোমা, ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫০ গ্রাম গাঁজা, ২ লিটার মদ ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত জেলাজুড়ে এ অভিযান চলে।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, অভিযান চালিয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ১২ জন, কুমারখালী থানা পুলিশ ১২ জন, দৌলতপুরে ১৪ জন, ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ৯ জন, মিরপুরে ৫ জন, ভেড়ামারায় ৯ জন ও খোকসা থানার পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, আইন-শৃঙ্খলা পরিসি’তি নিয়ন্ত্রণে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

 

Post a Comment

Previous Post Next Post