বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশী করে তার কাছ থেকে বিপুল পরিমাণ এ স্বর্ণ উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল আরিফুল হক জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে ওই সীমান্তে অভিযান চালিয়ে একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক প্রথমে ৬৫ কেজি ও পরের আরো্ ৯ কেজি মোট ৭৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।