খুলনা ব্যুরো: খুলনার তেরখাদা উপজেলা থেকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ শাহীনা পারভীন (৩০) নামে এক নারীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় উপজেলার নলিয়ারচর গ্রামের শাহীনার নিজ বাড়িতে অভিযান চালিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা তাকে আটক করেন। আটক শাহীনা পারভীন তেরখাদা উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর ছোট ভাই রকিবউদ্দিন বিশ্বাসের স্ত্রী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক রাশেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান শরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর ছোট ভাই রকিবউদ্দিন বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে রকিবউদ্দিন বিশ্বাস ও তার সহযোগী বুলবুল মোল্লা পালিয়ে যায়। এ সময় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, চাপাতিসহ বিভিন্ন সাইজের চারটি রাম দা, ৩৫ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ রকিবের স্ত্রী শাহীনা পারভীনকে আটক করা হয়। এ ঘটনায় তেরখাদা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।