কৌশিক আহমেদ শিমুল: মেহেরপুর মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে অস্ত্রধারীদের হামলায় নাজমুল হোসেন (৪০) নামের এক ব্যবসায়ী রক্তাক্ত জখম হয়েছেন। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আমঝুপি-কেদারগঞ্জ বাইপাস সড়কে মুজিবনগর উপজেলার শিবপুর মাঠের মধ্যে। আহত নাজমুল হোসেন মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের টেংরামারী গ্রামের ইমদাদুল হকের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন নাজমুল হোসেন জানান- মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার থেকে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে আমঝুপি-কেদারগঞ্জ বাইপাস সড়কে শিবপুর মাঠের মধ্যে পৌঁছালে ধা্রালো অস্ত্রধারী ২ সন্ত্রাসী তার গতি রোধ করতে রাম দা দিয়ে কোপ মারে। একটি কোপ তার মাথায় লাগে। তিনি রক্তাক্ত জখম অবস’ায় মোটর সাইকেল টেনে বাড়িতে পৌঁছে। রক্তাক্ত জখম অবস’ায় প্রতিবেশিরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার মাথায় ১২ টি সেলাই হয়েছে।