Kbdnews : যশোরের মণিরামপুর উপজেলায় অজ্ঞাতপরিচয় দুই যুবকের লাশ উদ্ধারের খবর দিয়ে পুলিশ বলছে, দুই দল সন্ত্রাসীর ‘গোলাগুলিতে’ তারা নিহত হয়েছে। গতকাল রোববার ভোর ৫টার দিকে যশোর-মণিরামপুর সড়কের বেগারিতলা-ছাতিয়ানতলা বিল এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেনের ভাষ্য। নিহত দুজনের বয়স ৩০ থেকে ৩২ বছরের মধ্যে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ওসি মোকাররম বলেন, বেগারিতলা-ছাতিয়ানতলা বিল এলাকায় দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে ভোরে সেখানে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা রাস্তার দুই পাশের পাটক্ষেতের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে দুইজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে
যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান ওসি। তিনি বলেন, নিহতদের মধ্যে একজনের পরনে লুঙ্গি ও কোমরে গামছা বাঁধা ছিল; অপরজনের পরনে ছিল নীল রঙের স্যান্ডো গেঞ্জি ও প্যান্ট। দুইজনেরই মাথায় গুলি লেগেছে। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় জানাতে না পারলেও এ পুলিশ কর্মকর্তা বলেন, নিহতরা অন্য কোনা এলাকা থেকে সেখানে এসেছিল বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।