মেহেরপুরে মাদক মামলায় একজনের ৫ বছরের কারাদন্ড

মাদক মামলায়
 দন্ডপ্রাপ্ত আত্তাব আলী।

স্টাফরিপোটার: গতকাল (১২-০৬-১৮) মেহেরপুরে হোরোইন রাখার অপরাধে আত্তাব আলী নামের এক জনকে ৫ বছর কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নুরুল ইসলাম ওই রায় দেন। দন্ডিত আত্তাব আলী শুভরাজপুর গ্রামের কুড়িল মন্ডলের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ০৬ সেপ্টেম্বর তৎকালিন জেলা ডিবি পুলিশের ওসি রবিউল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শুভরাজপুর গ্রামে অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইনসহ বাড়ি থেকে আত্তাব আলীকে আটক করে।
পরে আত্তাব আলীকে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ৬ জন তাদের স্বাক্ষী প্রদান করেন। এতে আসামী দোষী প্রমানিত হওয়ায় আদালত তাকে ৫ বছরের কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক এবং আসামী পক্ষে এ্যাডভোকেট মীনা পাল মামলা পরিচালনা করেন।

 

Post a Comment

Previous Post Next Post