মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের প্রতি হুঁশিয়ারি

কেবিডিনিউজ ডেস্ক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ‘মাদক সংশ্লিষ্ট’ সদস্যদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নতুন কমিশনার মো. মাহাবুবর রহমান। তিনি বলেন, সিএমপিতে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কোনো পুলিশ সদস্য আমার দায়িত্বপালনকালে থাকতে পারবে না, আমি তাদের পুি্লশ সদস্য বলে গণ্য করবো না। গতকাল বুধবার দুপুরে পুি্লশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মাহাবুবর রহমান গত মঙ্গলবার সিএমপি কমিশনার হিসেবে যোগদান করেন। মাহাবুবর রহমান বলেন, আমি স্বীকার করছি-অপরাধ নিয়ন্ত্রণে যারা কাজ করেন তাদের কেউ কেউ অপরাধে জড়িত থাকে। কিন্তু তাদের কোনো ছাড় নেই। তিনি বলেন, পুলিশিংয়ের মাধ্যমে জনগণের মন জয় করতে চাই। চট্টগ্রামকে বাসযোগ্য করতে চাই। এ কাজে আপনাদের সহযোগিতা চাই। মাহাবুবর রহমান বলেন, এ মুহূর্তে সরকারের কাজের সঙ্গে আমরাও এক হয়ে মাদক ও জঙ্গি নিয়ন্ত্রণে কাজ করবো। এটি আমার মূল প্রায়োরিটি। সভায় সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মাসুদ-উল-হাসান, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ানসহ ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

 

Post a Comment

Previous Post Next Post