কুষ্টিয়ায় পুলিশের সাথেকথিত বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত

Kushtia pic-1 29-05-18Kushtia pi-2 -29-05-18

 নিহত ফজলুর রহমান টাইটেলও মোকাদ্দেস=ছবি :কুষ্টিয়া থেকে শরিফমাহমুদ 

কুষ্টিয়া থেকে শরিফমাহমুদ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহতহয়েছেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটিএলজি, তিনরাউন্ড গুলিএবং গুলির খোসা ও ২৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বলে জানান।
নিহতরাহলেন- দৌলতপুর উপজেলার প্রাগপুর এলাকার ফজলুররহমান টাইটেল (৩৫) এবংমুন্সিগঞ্জএলাকার মোকাদ্দেস (৩৬)।
নিহত মাদক ব্যবসায়ী ফজলুররহমান টাইটেলউপজলার প্রাগপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে এবং মোকাদ্দেস একই উপজেলার মুন্সিগঞ্জএলাকার মৃত রেজাউলহকের ছেলে।
সোমবারদিনগতরাত পৌনে ৩টার দিকেউপজেলার শেয়ালামাঠএলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’রঘটনা ঘটে। এ ঘটনায়পুলিশেরচারসদস্য আহতহয়েছেন।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশেরভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) ছাব্বিরুলইসলামজানান, দৌলতপুরউপজেলার শেয়ালামাঠএলাকায়মাদকব্যবসায়ীরামাদক কেনাবেচাকরছেএমন গোপনসংবাদের ভিত্তিতেডিবিপুলিশ ও দৌলতপুর থানাপুলিশ যৌথ অভিযানপরিচালনাকরে। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশেরউপস্থি’তি টের পেয়েপুলিশকে লক্ষ্য করে গুলিচালানআত্মরক্ষার্থে পুলিশওপাল্টা গুলিচালায়। পরেঘটনাস’ল থেকে গুলিবিদ্ধ অবস্থায়২ মাদকব্যবসায়ীটাইটেলএবংমোকাদ্দেসকেউদ্ধারকরে দৌলতপুরউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণাকরেন। এ সময়পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন বলেওজানান ওসি ছাব্বিরুল।

 

Post a Comment

Previous Post Next Post