স্টাফরিপোটার : মেহেরপুর ২৫০ শয্য জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মিজানুর রহমানকে লাঞ্চিত ও দাপ্তরিক কাগজপত্র লুট করার অভিযোগ দায়ের করার মামলার আসামিদের গ্রেপ্তারে দাবিতে যৌথ কর্মসূচী ঘোষনা করেছে চিকিৎসক -কর্মকর্তা কর্মচারীরা।
মেহেরপুরে তত্তাবধায়ক লাঞ্চিত মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে চিকিৎসকদের কর্মসূচী ঘোষনা
byWeb Master
•
0