পুলিশের মাঝে ভূয়া ডিবি পুলিশ মিয়ারুল ইসলাম।
স্টাফরিপোটার : গত (২৪-০১-১৮) ভূয়া ডিবি পুলিশ সেজে চাঁদা দাবী করার মামলায় সহগলপুর গ্রামের মিয়ারুল ইসলাম নামের এক যুবককে ২ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে মেহেরপুর যুগ্ম জজ ২য় আদালতের বিচারক মোঃ তাজুল ইসলাম।
গতকাল বুধবার দুপুরে তিনি ওই রায় দেন। মিয়ারুল সহগলপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
মামলার বিবরণে জানা যায় ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর মিয়ারুল সাহারবাটি গ্রামের আব্দুল হামিদের ছেলে সুজনের বাড়িতে গিয়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে ২ দফায় ৮ হাজার টাকা আদায় করে এবং সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেয়। পরে মোবাইল ফোনে ১ লক্ষ টাকা দাবী করে। এ ঘটনায় মেহেরপুর কোর্টে একটি মামলা হয়। মামলায় মোট ৪ জন স্বাক্ষি স্বাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্র পক্ষে এ পি পি এম এম রুস্তম আলী এবং আসামী পক্ষে এ্যাড. রমজান আলী কৌসুলী ছিলেন।