মেহেরপুর ২৬জানুয়ারি মেহেরপুর সদর উপজেলার ঝাওবাড়িয়া (কলপাড়া)গ্রামের মো:আলহামদু পিতা ওমর আলী।তার ৩৩শতাংশ জমিতে বাঁধাকপির চাষ করে ৪৩ হাজার টাকার কপি বিক্রি হবে বলে আলহামদু কেবিডিনিউজকে বলেন।তিনি আরও বলেন সে প্রতি বছরই সবজি চাষ করেন, সবজি চাষে সে সাফল্য অর্জন করেছেন।তিনি কেবিডিনিউজ কে আরও জানান তার বাঁধাকপির চাষ করতে খরচ হয়েছে ১০ হাজার টাকা।আমার জমিথেকেই কপি কিক্রি হয়ে যায়।বরিশালের ব্যাবসায়িরা এসে ট্রাকে করে জমি থেকে কপি নিয়ে যায় বরিশালের বাজারে