স্টাফরিপোটার : গ্রামীণ অর্থনীতি ও পরিবেশ উন্নয়নে শুক্রবার মেহেরপুর ভৈরবনদ পাড়ের ৮ কিলোমিটার জুড়ে দুই পাড়ে ২ হাজার তালের আঁটি রোপন করা হয়েছে। মেহেরপুরের সিনিয়র সাংবাদিক তোজাম্মেল আযমের আহবানে জেলা শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তালের আঁটি রোপনে অংশগ্রহণ করে। গোভিপুর ঘাট থেকে বন্দর পর্যনত্ম নদের দুইপাড়ে ৮ কিলোমিটার জুড়ে তালের আঁটি রোপন করা হয়। সাংবাদিক তোজাম্মেল আযম আঁটি রোপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
তার আগে নদপাড়ে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগি অধ্যাপক আবদুলস্নাহ আলআমিন, মহাজনপুর কলেজের প্রভাষক শামীম জাহাঙ্গীর সেন্টু, মেহেরপুর পৌর কলেজের প্রভাষক মাসুদ আহমেদ, জেলা সমবায় অফিসের পরিদর্শক মাহবুবুল হক মন্টু, সাংবাদিক মাহবুব চান্দু, অ্যাডভোকেট আবদুল মুকিদ, ব্যাংকার হুমায়ুন কবির, ক্রিড়া সংগঠক শামীমুল বাশার, সাবেক ফুটবলার ইমদাদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী একরামুল হক জুয়েল। সামনের শুক্রবার আরও ২ হাজার আঁটি রোপনের ঘোষণা দেয়া হয়েছে। বক্তারা বলেন- তালগাছ হবে আগামী দিনের কৃষি, কৃষক ও পরিবেশের পরমবান্ধব। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনে বন্যা, জলোচ্ছ্বাস, আইলা, সিডর, নার্গিস, শেফালী মোকাবেলায় তালগাছ মাথা উঁচু করে বুক পেতে দেবে মানব আর মানব বসতি রক্ষায়। শুধু এতেই শেষ না, পাখিদের নিরাপদ নিবিড় আবাস গড়বে তালগাছের নিবিড় বনায়ন। বাড়িঘর, শস্য রক্ষা করতে পরিবেশ উন্নয়নে তালগাছের ভূমিকা অনন্য।