মোল্লাহাট (বাগেরহাট) সংবাদদাতা ঃ বাগেরহাটের মোলস্নাহাটে ৭ম শ্রেণীর এক ছাত্রী’কে গণধর্ষণসহ ওই ঘটনা ভিডিও ধারণ ও নেটে প্রচার মামলার প্রধান আসামী কলেজ পড়-য়া আব্দুর রহিম মোলস্না (২০) নামের এক লম্পট’কে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। আটক লম্পট আব্দুর রহিম মোলস্না উপজেলার বড়গাওলা গ্রামের মহসিন মোলস্নার ছেলে। স্কুল ছাত্রীকে জোরপূর্বক গণধর্ষণ ও ভিডিও ধারণসহ ওই ঘটনা নেটে প্রচার বিষয়ে গত বুধবার থানায় মামলা রম্নজু হয়। ওই দিনই পুলিশ অভিযান চালিয়ে আত্নগোপনে থাকা আব্দুর রহিম মোলস্না’কে আটক করে। এছাড়া অপর আসামী উপজেলার বড়গাওলা গ্রামের মৃত আকুব্বর শিকদার’র ছেলে জাহিদুল শিকদার (২৩) এখনো আত্নগোপনে রয়েছে।
মামলার বিবরণে প্রকাশ-বড়গাওলা এলাকার ফাকা বাড়ীতে ঘটনার দিন বিকেল সাড়ে ৩টার দিকে ওই স্কুল ছাত্রী একা ছিলেন। তখন লম্পট আব্দুর রহিম ও জাহিদুল শিকদার ওই বাড়ীতে গিয়ে ধারালো ছোরা দিয়ে ভয় দেখিয়ে ঘরের ভেতরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ ও ভিডিও চিত্র ধারণ করে। পরে উক্ত ঘটনা যেন কোনরূপ ফাস না হয় সেমর্মে হমকি দিয়ে চলে যায় দুই লম্পট। ভিকটিম ভয়ে ঘটনা কারো কাছে প্রকাশ না করলেও সম্প্রতি দুই ধর্ষক/লম্পট উক্ত ভিডিও চিত্র নেটে প্রচার করে। উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টির একপর্যায়ে বিষয়টি ওই পরিবারের নজরে আসে। পরে ভিকটিমের বাদীত্বে মোলস্নাহাট থানায় সংশিস্নষ্ট আইনে ০৪ নং মমামলা রম্নজু হয়। ওই মামলায় আটক আব্দুর রহিম মোলস্নাকে গতকাল সকালে বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে। এছাড়া একই দিনে ভিকটিমের ডাক্তারী পরিড়্গা সম্পন্ন হয়েছে।