মেহেরপুর সোনালী ব্যাংক থেকে ৪ লক্ষ ২০ হাজার টাকা উধাও ?

স্টাফরিপোটার: মেহেরপুর সোনালী ব্যাংকের প্রধান শাখায় জমা করতে আশা আব্দুল সালাম নামের এক ব্যাক্তির ৪ লাখ ২০ হাজার টাকা ছিনতাই হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। তবে ব্যাংকের সিসি টিভি ফুটেজে ছিনতাইকারীকে সনাক্ত করা সম্ভব হয়নি। আব্দুল সালাম মেহেরপুর সদর উপজেলার কাঠালপোতা গ্রামের সোনা মন্ডলের ছেলে।

আব্দুস সালাম জানান, জামাইয়ের হিসাব নম্বরে ৪ লাখ ২০ হাজার টাকা সোনালী ব্যাংকে জমা করার জন্য ব্যংকে আসেন। এসময় ব্যাংকের ভিতরে জমা রশিদ লেখার সময় পাশ থেকে একজন বলেন, আপনার টাকা নিচে পড়ে গেছে। তখন টাকা তুলতে গেলে ওই ছিনতাইকারী পাশে রাখা টাকার ব্যাগটি নিয়ে সটকে পড়ে। পরে তাকে আর পাওয়া যায়নি। টাকা তার জামাইয়ের বলেও তিনি দাবি করেন।
এ বিষয়ে ব্যাংকের ব্যবস’াপক রশিদুল ইসলাম জানান, ঘটনা জানার পরপরই প্রধান সিসিটিভি ফুটেজ দেখা হয়। ওই ফুটেজে তিনি ছিনতাইকারীকে সনাক্ত করতে পারেননি। তবে বিষয়টি সাজানো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় বিকাল পর্যস- থানায় কোন জিডি বা মামলা হয়নি।

মোঃআবু লায়েছ লাবলু

Post a Comment

Previous Post Next Post