মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনীতে পবিত্র ঈদুল আযহা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মূখর করতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে ঈদুল আযহা উপলক্ষে আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেত’ুর সভাপতিত্বে সভায় কোরবানীর পশুর চামড়া সংরক্ষণ, জালনোট প্রতিরোধ, অনলাইন পশুবেচা কেনার ব্যবস্থা, পশুবাহী ট্রাকের চাঁদাবাজি মুক্ত চলাচল নির্বিঘœ করা, সড়ক ও মহাসড়কের পাশে পশু হাট নিয়ন্ত্রন করা, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ জিরো রাখা, বাজারের নিত্য পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখা ইত্যাদি বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী, গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা জেপির সভাপতি আব্দুল হালিম, ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু,বিজিবি ও র্যাব-১২( গাংনী) ক্যাম্পের কোম্পানী কমান্ডারবৃন্দ, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ।
অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
আমিরুল ইসলাম অল্ডাম
মেহেরপুর