আমিরুল ইসলাম অল্ডা : মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হাবিবুর রহমান (৩৭) নামের এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। নিহত হাবিবুর রহমান তেঁতুলবাড়ীয়া গ্রামের বিজিবি ক্যাম্পপাড়ার আবু বকর সিদ্দিকীর ছেলে। দুবাই প্রবাস ফেরত হাবিবুর রহমান রাজ মিস্ত্রীর কাজ করতেন।
শুক্রবার সকাল ১০ টার দিকে নিজ বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হাবিবুর রহমান তার গরুর গোয়ালঘরে বিদ্যুৎ লাইন সংযোগ দেয়ার জন্য বিদ্যুতের তার টানছিলেন। এক পর্যায়ে তারের সাথে শরীর স্পর্শ হলে বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হন। এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Tags:
‘মেহেরপুর