Kbdnews ডেস্ক :ইউক্রেন রাশিয়ার যুদ্ধের এক বছর হতে চলেছে। দীর্ঘ যুদ্ধে রাশিয়ার হারানোর ইতিহাস মোটা দাগে চিহ্নিত করা যায়। ১২ মাসে দেশটি তার বহরের ৪০ শতাংশ ট্যাংক খুঁইয়েছে। এদিকে পশ্চিমা মিত্রদের সহায়তায় দিনদিন ট্যাংকের সংখ্যা বাড়াচ্ছে ইউক্রেন। থিঙ্কট্যাংকের এক বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে।
বিশ্লেষকরা অনুমান করছেন, রাশিয়া তার মূল যুদ্ধ ট্যাংকের অর্ধেকই হারিয়েছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস) থিঙ্কট্যাংকের বিশ্লেষণ অনুসারে, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে নয় মাস যুদ্ধের পর আগের বহরের প্রায় ৪০ শতাংশ ট্যাংক হারিয়েছে।
থিঙ্কট্যাংকের প্রধান জন চিপম্যান বলেন, ক্রেমলিনের শত প্রচেষ্টা সত্ত্বেও যুদ্ধটি রাশিয়ার জন্য সুফল বয়ে আনেনি। নিয়ে এসেছে, রাজনৈতিক এবং সামরিক ব্যর্থতা।
জানায়, ‘বিগত এক বছরে রাশিয়ার পরিস্থিতি শুধু সামরিক নেতৃত্বের দক্ষতার ওপরই প্রশ্ন তুলেনি বরং কমান্ডের সমন্বয়ের ব্যর্থতাকেও প্রশ্নবিদ্ধ করেছে।
জানানো হয়, রাশিয়ার সেনাবাহিনীতে ট্যাংকের সংখ্যা ২,৯২৭ থেকে নেমে ১,৮০০তে চলে এসেছে।