ভূমিকম্পের কারণে তুরস্কে ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা

 


             ছবি: বিবিসি

সরকারিভাবে মৃতের সংখ্যা আবারও বেড়ে যাওয়ার কারণে তুরস্কে দক্ষিণ-পূর্বাঞ্চলে তিন মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ ঘোষণা দেন বলে জানায় বিবিসি। তিনি জানান, শুধুমাত্র তুরস্কে  মৃতের সংখ্যা ১৩০ থেকে বেড়ে ৩ হাজার ৫৪৯ এ দাঁড়িয়েছে। তাইয়েপ এরদোয়ান আরও জানান, ভূমিকম্প দুর্যোগ অঞ্চলের মধ্যে ১০টি শহর রয়েছে এবং দেশটি বিশ্বের ৭০টি দেশ থেকে সাহায্যের প্রস্তাব পেয়েছে।এছাড়া প্রেসিডেন্ট এরদোয়ান আন্টালিয়ার হোটেলগুলোকে ভূমিকম্পে গৃহহীনদের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করার ঘোষণা দিয়েছেন। তুরস্কের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত এই রিসোর্টটি পুরো ইউরোপ জুড়ে  ভ্রমণকারীদের জন্য একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।অপরদিকে সিরিয়া অংশে নিহতের সংখ্যা ১ হাজার ৬০০ ছাড়িয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। এখনো ধ্বংসস্তূপে হাজারো মানুষ আটকা পড়ে আছে। সব মিলিয়ে ৫ হাজারের বেশি ভবন ধসে পড়েছে। তুষারপাতের কারণে উদ্ধার কার্যক্রমও স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না।

মঙ্গলবার সকালে ইস্তাম্বুলের সাবিহা গোকসেন বিমানবন্দরে প্রচণ্ড তুষারপাতের কারণে ফ্লাইট বিলম্বিত হয়েছিল।

Post a Comment

Previous Post Next Post