মেহেরপুরে ঘন কুয়াশা ও তীব্র শীত । বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত




মেহেরপুরে ঘন কুয়াশা ও তীব্র শীত । বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত


আমিরুল ইসলাম অল্ডাম  ঃ মেহেরপুরে ঘন কুয়াশা ও তীব্র শীত,শৈত্যপ্রবাহে  জন জীবনে স্থবিরতা নেমে এসেছে। বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চলতি তিনদিনের মেঘাচ্ছন্ন আকাশ-ঘন কুয়াশা ও মৃদু শৈত্যপ্রবাহের কারণে কর্মমুখী মানুষের কর্মস্থলে যেতে কষ্ট শিকার হতে হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে বিপাকে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। নতুন বছরের নতুন বই হাতে পেয়েও শিক্ষার্থীরা বৈরী আবহাওয়ার কারণে বাড়ি বসেই দিন কাটাচ্ছে। হাতে গোনা কিছু শিক্ষার্থী তাদের বিদ্যালয়ে গেলেও বেশিক্ষণ এ ধরণের আবহাওয়ার কারণে বিদ্যালয়ে থাকছেনা।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে গৃহপালিত পশুরাও পড়েছে দূর্ভোগে। এ ধরণের আবহাওয়ার কারণে মালিকরা (গেরস্থরা) গৃহপালিত পশুর খাদ্য যোগান দিতে পারছেনা। ফলে পশুদের অনাহারেই থাকতে হচ্ছে। 

এ ধরণের আবহাওয়ার কারণে বিপাকে পড়েছে দিন-মজুররা। তিনদিনের এ দূর্যোগে মালিকরা দিন মজুরদের কাজেও লাগাতে পারছেনা। ফলে দিন মজুরদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।

গাংনী উপজেলার চৌগাছা গ্রামের দিন মজুর আকছেদ আলী জানান,আমার সংসারে ৬জন লোক। আবহাওয়া খারাপের কারণে কেউ আমাকে কাজে নিচ্ছেনা। এখন আমার সংসার চালাতে কষ্ট হয়ে পড়েছে।

এদিকে দিনের বেশীরভাগ সময় আকাশে সূর্যের মুখ দেখা মেলেনি। প্রচন্ড ঠান্ডায় মানুষ কাহিল হয়ে পড়েছে। অনেকে আবার প্রচন্ড শীত থেকে বাঁচতে আগুন (সাজাল) তাপিয়ে স্বস্তি নিচ্ছে।

প্রচন্ড শীতের কারণে উপজেলার বিভিন্ন খোলা বাজারের পোশাকের দোকানে ক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে। অন্যান্য দিনের তুলনায় বৈরী আবহাওয়ার কারণে পোশাক ব্যবসায়ীরা (হকাররা) এখন পোশাকের দাম ধরছে লাগামহীন।  


আমিরুল ইসলাম অল্ডাম


Post a Comment

Previous Post Next Post