গাংনীতে সরকারীভাবে ১ ছটাক ধান- চালও ক্রয় করা সম্ভব হয়নি

 গাংনীতে সরকারীভাবে ১ ছটাক ধান- চালও ক্রয় করা সম্ভব হয়নি 

আমিরুল ইসলাম অল্ডাম ঃ মেহেরপুরের গাংনী উপজেলায় আমন ধান -চাল /২০২২-২৩সংগ্রহ মৌসুমে কৃষকের আ্যাপ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কৃষকদের নিয়ে করণীয় আলোচনা করা হলেও আজ পর্যন্ত ১ ছটাক ধান চালও ক্রয় করা সম্ভব হয়নি। 

এবছর গাংনী উপজেলায় ১১২০ টাকা দরে ৮০৭  মেঃ টন ধান এবং ১৬৮০ টাকা মন দরে ১১৯ মেঃ টন চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা থাকলেও ক্রয় সময়সীমার ১ মাসেরও অধিক সময় অতিবাহিত হলেও ধান চাল ক্রয় করা সম্ভব হয়নি। 

ধান সংগ্রহের সময়সীমা ১৭ নভেম্বর-’২২ থেকে ২৮ ফেব্রুয়ারি-’২৩  তারিখ। ৩০ শে নভেম্বর এর মধ্যে বিক্রয়ের জন্য আবেদন করতে বলা হলেও এখ নপর্যন্ত একজন চাষীও  আবেদন করেননি। 

এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং খাদ্য গুদামের ওসিএলএসডি হাসান সাব্বির জানান, উপজেলা পর্যায়ে সিদ্ধান্ত নেয়া হলেও আজও ১ ছটাক ধান চালও সংগ্রহ করা সম্ভব হয়নি। তিনি জানান, সরকারী মূল্যের চেয়ে খোলা বাজারে বা বাইরে ধান এবং চালের বিক্রয় মূল্য বেশী হওয়ায় কোন চাষী ধান চাল বিক্রয়ে আগ্রহ দেখাচ্ছে না।      

  



Post a Comment

Previous Post Next Post